অসুস্থ প্রতিবেশীকে দেখে ফেরার পথে দুর্ঘটনায় আহত ৮ 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

মোঃ মেহেদী হাসান :  যশোরের মণিরামপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে শিশুসহ ৮জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল তিনটার দিকে রাজগঞ্জ-পুলেরহাট সড়কের রোহিতার গাঙ্গুলিয়া ফাজিল মাদরাসার সামনে দুর্ঘটনাটি ঘটে। আহতরা সবাই ইজিবাইকের যাত্রী। তারা হলেন, খেদাপাড়া ঋষিপাড়ার সংকর দাস (৩৫), বিষ্ণু দাস (২৭), মহাদেব দাস (২৪), সংকর দাস (২৫), গৌতম দাস (৪০), তার মেয়ে খুশি দাস (৭), হরিদাসী (৫০) ও গাঙ্গুলিয়া গ্রামের বাইক চালক আমির হোসেন (৩০)। আহতদের প্রতিবেশী সঞ্জয় দাস বলেন, বুকে পিলার পড়ে শুক্রবার সকালে গুরুত্বর আহত হন ঋষিপাড়ার ভ্যান চালক সহদেব দাস। তাকে দেখতে প্রতিবেশী সাতজন দুপুর ১২টার দিকে যশোর সদর হাসপাতালে যান। সেখান থেকে ইজিবাইকযোগে ফেরার পথে যশোরগামী একটি পাট বোঝাই ট্রাক বাইকটিতে মুখোমুখি ধাক্কা দিলে তারা সবাই আহত হন। আহতদের মধ্যে সংকর ও বিষ্ণুর অবস্থা গুরুত্বর। তাদেরকে যশোর কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। খেদাপাড়া ক্যাম্প পুলিশের টু আইসি স্বপন কুমার জানান, দুর্ঘটনায় দায়ী ট্রাকটি (যশোর-ট-১১-৩৯৫১) আমাদের হেফাজতে আছে।

Please follow and like us: