রাসেল মাহমুদ, যশোর।। কবির ভাষায় বিখ্যাত এই কথা মালার বাস্তব রুপে যেন; বাংলাদেশের সাতক্ষীরা সদর উপজেলার ২ নং কুশখালী ইউনিয়নের ভাদড়া গ্রামের আকতারুজ্জামানে ছেলে রেমিটেন্স যোদ্ধা মাসুদ রানা।
দীর্ঘ ১১ বছরের প্রবাস জীবনে নিজেকে আস্থাভাজন করে দূর্বার গতীতে এগিয়ে গেছে নিজ দেশ সহ সুদুর প্রবাসে। আত্নবিশ্বাস ও সু-দৃঢ় প্রচেষ্টায় মানুষের দোয়া’য় আজ সৌদিআরব এর মত দেশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগপ্রাপ্ত অফিসার। সম্প্রতি বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ইয়াস বা যশ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনার কয়রা উপজেলার গোবরা গুচ্ছগ্রামের ৫’শ মানুষের মাঝে রান্না করা খাবারের প্রদান করেন। এবং নিয়মিত ভাবে ৪/৫ দিন যাবত দুই বেলা খাবার সরবরাহ করার প্রতিশ্রুতী প্রদান করেছে। প্রবাসী মাসুদ রানার কন্যা রিমঝিম মানবকল্যাণ সংস্থার পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন ‘সিসিএস নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এব্যাপারে রেমিটেন্স যোদ্ধা মাসুদ রানা বলেন- আমি আমার রোজগারের সিংহ ভাগ অর্থ দেশের বিভিন্ন এলাকার অসহায়, দুঃস্থ ও পঙ্গু শ্রেনী মানুষের পিছনে ব্যায় করি। এতে আমি আত্নতৃপ্তি অনুভব করি। আমার একমাত্র শিশু কন্যার নামে “রিমঝিম মানবকল্যাণ সংস্থা” সংগঠিত করা হয়েছে। স্বেচ্ছাসেবী এই সংস্থার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আল্লাহ্’র শুকরিয়া জ্ঞাপন করছি।