আমার প্রতি ভালোবাসা
——————————————নিতাই চন্দ্র পাল
আমার প্রতি ভালবাসা জ্ঞাপন করতে কাউকে কাঠগড়ায় দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিতে হবে না।
আমার প্রতি ভালোবাসা জ্ঞাপন করতে কাউকে রক্তচক্ষু দেখাতে হবে না।
আমার প্রতি ভালবাসা জ্ঞাপন করতে আমার একটি চোখ নষ্ট হয়ে গেলে আরেকটি চোখ কাউকে দিতে হবেনা।
আমার প্রতি ভালবাসা জ্ঞাপন করতে আমার একটি কিডনি নষ্ট হয়ে গেলে অন্য কারও একটি কিডনি দিতে হবে না।
আমার প্রতি ভালবাসা জ্ঞাপন করতে আকাশের তারা এনে দিতে হবে না।
আমার প্রতি ভালবাসা জ্ঞাপন করতে স্রোতস্বিনী নদী সাঁতার কেটে পার হয়ে আমার কাছে আসতে হবে না।
আমার প্রতি ভালবাসা জ্ঞাপন করতে সরোবর থেকে সদ্য প্রস্ফুটিত নীল পদ্ম আনতে হবে না।
আমার প্রতি ভালবাসা জ্ঞাপন করতে কাউকে বুক চিরে দেখাতে হবে না।
আমার প্রতি ভালবাসা জ্ঞাপন করতে আমার সমাধির পাশে বসবাস করতে হবে না।
আমার প্রতি ভালবাসা জ্ঞাপন করতে সুন্দরবন থেকে হরিণ ধরে আনতে হবে না।
আমার প্রতি ভালোবাসা জ্ঞাপন করতে অন্য একজনকে আসন থেকে উঠিয়ে আমাকে সেখানে বসাতে হবে না।
আমার প্রতি ভালবাসা জ্ঞাপন করতে কাউকে ছোট করে আমাকে বড় করতে হবে না।
আমার প্রতি ভালবাসা জ্ঞাপন করতে প্রাচীনতম নগরীর সভ্যতা ধ্বংস করতে হবে ন।
আমার প্রতি ভালোবাসা জ্ঞাপন করতে সমাধি গগনচুম্বী স্মৃতিসৌধ করতে হবে না।
আমার প্রতি ভালোবাসা জ্ঞাপন করতে কাউকে মরিয়া প্রমাণ করতে হবে না।
যদি পার আমার চিতা এক কলস জল দিয়ে ধুয়ে দিও অথবা সমাধিতে একটি বনফুল দিয়ে ভালোবাসা জ্ঞাপন করিও।