যশোর অফিস : বিশিষ্ট কবি ও গবেষক বিদ্রোহী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি পদ্মনাভ অধিকারীর ৬৩তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন সংগঠন ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। শনিবার বিকেলে বিদ্রোহী সাহিত্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
প্রথমে ফুলেল শুভেচ্ছা জানায় বিদ্রোহী সাহিত্য পরিষদ। এসময় সংগঠনের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামান, সহ-সভাপতি কাজী রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসনাত সজল, কোষাধ্যক্ষ আবুল হাসান তুহিন, অফিস সম্পাদক এসএম শরিফুল আলম, সম্মানিত সদস্য শরীফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, উত্তম কুমার,সেলিম রেজা প্রমুখ।
পরবর্তীতে মাইলে সঙ্গীত একাডেমির অধ্যক্ষ অখিল কুমার মন্ডল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়, অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের পক্ষে সভাপতি ড. শাহনাজ পারভীন, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ কবিকে ফুলেল শুভেচ্ছা জানান।