করোনা – আসুন সচেতন হই : গাজী শহিদুল ইসলাম

http://www.71news24.com/2019/03/18/1128

আসুন সচেতন হই
গাজী শহিদুল ইসলাম

করোনা যুদ্ধ জয় করতে
এটাই আসল ফন্দি
এখন থেকে মাত্র ক’দিন
থাকবো ঘরে বন্দি।

হাত দু’টো সাবান দিয়ে
ধোবো বারে বার
ঘর ঘুছিয়ে নিজের শরীর
রাখবো পরিস্কার।

মাক্স পরে থাকবো সদায়
বাহিরে যদি যাই
সেখানেতে দাঁড়াবো যেয়ে
যেখানে ভীর নাই ।

সবার থেকে রাখবো বজায়
বাঁচার সঠিক দুরত্ব
অদৃশ্য করোনা’র সাথে
চলবে নাকো বীরত্ব ।

হাতমেলানো কোলাকুলি
সব কিছুই বন্ধ
এই সময়ে করোনা’র সাথে
চলছে তুমুল দ্বন্দ্ব
বন্ধু স্বজন প্রতিবেশী
রাগ করোনা কেউ
বিশ্বজুড়ে বইছে দেখো
মৃত্যু লাশের ঢেউ।

গরম জলে গড়গড়া
করছি মাঝে মাঝে
পান করছি জল
ক্ষনেক সময় বাদে
যে ফলে পুষ্টি আর
ভিটামিন সি আছে
সে ফল খাচ্ছি বেশি
পাচ্ছি যেটা কাছে।

হাঁচি কাশি দেওয়ার সময়
কনুর ভাজে মুখ ঢাকি
টিস্যু,কাপর সব সময়ে
হাতের কাছেই রাখি।

হাত লাগাইনা নাকে মুখে
আরও দুটি চোখে
এসব খানে করোনা ভাইরাস
ছড়ায় এক পলকে।

অসুস্থ পশু পাখি
খাচ্ছিনা তো মোটে
মাংস ডিম ভালোভাবে
খাচ্ছি রান্না করে।

ফুটপাতের দোকান আর
সমস্ত ভাজা পোড়া
বাদ দিয়েছি আরও যত
হোটেল রেস্তোরা।

স্বাস্থ্য সংস্থা বলছে যা
সব মানার চেষ্টা করি
এই ভাবেই “করোনা”র সাথে
যুদ্ধ আমি করি।

আসুন সবাই যে যার মতো
এই নিয়ম মেনে চলি
ঘাতক ভাইরাস করোনাকে
কঠিন পরাজিত করি।

Please follow and like us: