করোনা ঝড়! – রাজ পথিক

http://www.71news24.com/2019/03/18/1128

করোনা ঝড়!
রাজ পথিক

থমকে দাঁড়িয়েছে পৃথিবী, থেমে গেছে প্রভাতি রবি’র জয়গান-পাখির কলতান।
ভিউগালের করুণ সুর প্রতিনিয়ত দগ্ধতার ক্ষরণে কাঁদাচ্ছে যেনো প্রাণ।
আজ আর নেই বন্ধু’দের সাথে সেই নৈশাড্ডা, চা-চক্র শেষে, একটা সিগারেট জ্বালিয়ে মেপে মেপে টান।

কতোদিন গত হলো… কাব্যচারিতায় অসমাপ্ত পঙক্তিগুলো, নতুন করে হচ্ছে না আর গাঁথা।
প্রিয় রাসেল চত্বরটা আজ আর সরগম নেই, ষ্টুডেন্টরাও দলবেঁধে মারছেনা অট্টহাসির আড্ডা।

আচ্ছা! সেই ছোট্ট ছেলেটি, ফুল হাতে প্রায়ই এসে যে বলতো…ভাইয়া ফুল নেবেন???
এই শুন-শান নগরী’তে তার দিনই বা কাটছে কেমন?
আসলে তার হাত পর্যন্ত পৌছেছে কী সরকারি কোন উপকরণ!

ফুটপাতকে কেন্দ্র করে করতো যারা পরিবারের ভরণপোষণ,
লক ডাউনের বেকারত্বে কী ভাবে করবে তারা খাবার অন্বেষণ?
সামর্থ্যবান’রা তো যে যার মত স্বেচ্ছায় মেনে নিয়েছে বন্দিদশার যাপিত জীবন।

‘সাহিত্য নিকেতন” এর দরজা হয়েছে শাট-ডাউন, “বিদ্রোহী সাহিত্য পরিষদ” আর “অগ্নি বীণা” সংসদের নিয়মিত সভা অনিশ্চিত।
“মুক্তেশ্বরী” থেকে ফোন করে বলছে না…”দাদা, আগামিকাল সাহিত্য সভা অনুষ্ঠিত হবে” প্রিয় আর গুণী কিছু মানুষের সান্নিধ্য গেছে হারিয়ে!

জনজীবন যেন স্থবিরতার নাভিঃশ্বাসে দুর্বিষহ করে দিলো, উড়ে এসে জুড়ে বসা করোনা ঝড়ে।
স্বয়ং সৃষ্টিকর্তাই জানেন, কতোদিন নাগাদ জীবন আসবে ফিরে স্বাভাবিক জীবনে!!!

Please follow and like us: