আবুল কালাম আজাদ ঝিকরগাছা যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ এবং জনসচেতনতায় শনিবার বিকাল থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পানিসারা, নির্বাসখোলা , হাজিরবাগ, শংকরপুর ও বাঁকড়া ইউনিয়নের বিভিন্ন বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে ৮৬, যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন এর নেতৃত্বে প্রচারনা চালানো হয়েছে।এছাড়াও দুপুর পর্যন্ত চৌগাছা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে প্রচারনা চালানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ও সেনাবাহিনীর সদস্য বৃন্দ ।
Please follow and like us: