করোনা ভাইরাস
খালেদা বেগম লাভলী
দুষ্ট ঘাতক ব্যাধি ভাইরাস করোনা,
কত ক্ষুধার্ত তুমি?
বিশ্ব খেয়ছ তুমি তবু পেট ভরেনা?
দিকবিদিক হয়ে তুমি বলছি আর বেড়না !
নিষ্পাপ জীবনগুলি অকারণে কেড়না,
বিচারহীনভাবে তুমি সকলকে মেরোনা।
দুষ্ট ঘাতক ব্যাধি ভাইরাস করোনা।
দোহাই তোমার,বাঙালীকে অসহায় কোরনা,
কি ভেবেছ?তোমায় রুখতে কেউ পারেনা?
অত সহজে বাঙালী পরাজিত কিংবা হারেনা।
কতটা সচেন হতে পারি নেই তব ধারনা,
যত্রতত্র হাঁচি,কাশি,থুথু আর নাক ভাই ঝেড়না।
মাক্স পর নাকে -মুখে, সানগ্লাস পরো চোখে,
সাবান দিয়ে দু’হাত ধুয়ে ফেলব তোমায় রুখে।
একযোগে মিলে সবে হব সচেতন,
করোনাকে ভয় পাওয়ার নেইতো কারন!
Please follow and like us: