শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল : যশোরের বেনাপোল বাজারে করোনা ভাইরাসের প্রতিরোধে সচেতন মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১জুন) ১২টার সময় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান, বেনাপোল বাজারে নূর শপিং কমপ্লেক্স এর চত্বরে, বেনাপোল বাজার কমিটির সভাপতি -সাধারণ সম্পাদক ও বাজার ব্যবসায়ীদের নিয়ে,করোনা ভাইরাসের প্রতিরোধে সচেতন মূলক আলোচনা সভা করেন। এবং ব্যবসায়ীদের উদ্দেশে বিভিন্ন
দিগ নিদর্শনার বক্তব্য রাখেন।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন
বেনাপোল বাজার কমিটি সাধারণ সম্পাদক আলহাজ্ব বজলুর রহমান।
এসময় বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব বজলুর রহমান বলেন,কাচা বাজার বেনাপোল নায়েব অফিসের সামনে বসবে ও মাছ বাজার আগে যেখানে ছিলো সেখানে থাকবে।
আরো বলেন, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পযন্ত দোকান পাট খোলা থাকবে। এই আইন কেউ অমান্য করিলে তাহার বিরুদ্ধে আইনগত্য ব্যবস্থা নিয়া হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ
মামুন খান,বেনাপোল বাজার কমিটি সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান, সাধারণ সম্পাদক বজলুর রহমান ও ডক্টর মন্টু সহ বেনাপোল বাজারের বিভিন্ন
ব্যবসায়ীরা।