শেখ গফ্ফার রহমান, স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা পাথরঘাট এলাকায় প্রায় দশ কিলোমিটার এলাকাজুড়ে যেদিকে চোখ যায় শুধু আগুনের লেলিহান শিখা । পুড়ে ছাই হয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের ফসল ও বসত ভিটা।
রবিবার (১০ মার্চ) ভেড়ামারা ফায়ার সার্ভিসের চারটি টিম ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা এখনও সম্ভব হয়নি।
আগুনের তীব্রতা এতোই বেশি যে প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সবকিছু। একের পর এক পানের বরজ, ফসলি জমি ও বসত ভিটা পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে।
এদিকে নিজেদের বসত ভিটা ও জমির ফসল পুড়তে দেখে কৃষকদের বুক ফাটা আহাজারিতে শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইতিমধ্যে চারটা টিম ঘটনাস্থলে কাজ করছে। পার্শ্ববর্তী মিরপুর এবং ঈশ্বরদী থেকেও ফায়ার সার্ভিস এর কয়েকটি টিম ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে বলেও জানান তিনি।