এদিকে যুবলীগ নেতাকে আটকের পর এ নিয়ে মন্তব্য করেছেন যুবলীগ কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, আপনারা এতো দিন ধরে জানতেন তখন কেন ব্যবস্থা নেননি। তবে কি আপনাদের সহায়তা ছিলো, প্রশ্ন ওমর ফারুকের।
এসময় তিনি অনলাইন সাংবাদিকদেরও সমালোচনা করেন।
তিনি বলেন, অনলাইন মিডিয়ায় আসলো ৫শ’ জায়গায় ক্যাসিনো চলছে, তো ৫শ’ জায়গায় তো ক্যাসিনো একদিনে হয়নি। প্রিন্ট মিডিয়ায় আসলো না কেন?
খালেদের গ্রেফতারে বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, অপরাধ করলে শাস্তির ব্যবস্থা হবে কিন্তু প্রশ্নটি হলো কেন এখন গ্রেফতার হবে। অতিতে হলো না কেন। এসময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগকে সব চেয়ে সফল সংগঠন বলেও উল্লেখ করেন। এবং এই ঘটনা যুবলীগকে রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র কিনা সে বিষয়েও সন্দেহ প্রকশ করেন তিনি।
Please follow and like us: