বিশেষ প্রতিনিধি : খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্র নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারুর নির্দেশনায় মহানগর যুবদল কর্মি ও অসহায় মানুষের মাঝে খাদ্য-দ্রব্য বিতরন করেছেন খুলনা মহানগর যুবদলের সহ প্রচার সম্পাদক যুবনেতা সোহেল রানা।
তার নিজেস্ব তহবিল থেকে খুলনার সাচিবুনিয়া এলাকার ৬২ অসহায় পরিবার ও মহানগর যুবদল কর্মির মাঝে এ খাদ্য সামগ্রী দেয়া হয়।এ খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,আলু,তেল,পেয়াজ,আটা।
ওই সময় যুবদল নেতা সোহেল রানা বলেন তার দলীয় সিনিয়র নেতাদের নির্দেশনায় ব্যাক্তিগত অর্থ থেকে ওই খাদ্য সামগ্রী অসহায় ও মহানগর যুবদল কর্মির মাঝে বিতরন করেন। এ পর্যন্ত তিনি তার ব্যাক্তিগত উদ্যোগে বর্তমান মরন ব্যাধি করোনা ভাইরাসের মানুষের পাশে থেকে সহায়তায় হাত বাড়িয়েছেন । আগামীতে তিনি নিজের সামর্থনুযায়ী খুলনায় অসহায় খেটে খাওয়া দরিদ্র মানুষ ও দলীয় কর্মিদের সহায়তা করবেন বলে জানান খুলনা মহানগরের এ যুবদল নেতা।