খুলনা জেলা ব্লাড ব্যাংক’ র উদ্দোগ্যে জাতীয় রক্তদাতা দিবস ২০১৯ পালন

http://www.71news24.com/2019/03/18/1128

বিশেষ প্রতিবেদক :  আজ ২ নভেম্বর জাতীয় রক্তদাতা দিবস-২০১৯ উপলক্ষে খুলনা জেলা ব্লাড ব্যাংকের উদ্দোগ্যে এক র‍্যালী ও সেচ্ছায় রক্তদান কর্মসুচি পালন করেছে সংগঠনটি।র‍্যালীটি সকাল ১০ টায় নগরীর শহীদ হাদিস থেকে শুরু হয়ে খুলনা সদর হাসপাতালে রক্তদানে উদ্বুদ্ধ করনের মাধ্যমে আলোচনা ও সেচ্ছায় রক্তদানের মাধ্যমে শেষ হয়। “যদি হই রক্তদাতা, জয় করব মানবতা” স্লোগানকে সামনে নিয়ে র‍্যালী, আলোচনা ও সেচ্ছায় রক্তদানের মধ্যে দিয়ে জন সাধারনকে রক্তদানে উদ্ধুদ্ধ করা হয়। খুলনা জেলা ব্লাড ব্যাংকের সিনিঃ সহ- সভাপতি শেখ ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সংগঠনের সিনিঃ সদস্য- এম,এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা জি,এম রাসেল ইসলাম,সাংগঠনিক সম্পাদক- আছাবুর রহমান আশিক,উপস্তিত ছিলেন – গোলাম মোস্তফা তুহিন, গাজী শহিদুল ইসলাম, মোঃরুবেল, সোহরাব হোসেন, জাহিদুল ইসলাম,শেখ মুরাদ,মেহদি হাসান, নোমান কবির অপু, ইয়ামিন শেখ,মাহমুদ গাজী, তরিকুল ইসলাম,আরিফুল ইসলাম, মাকসুদ হোসেন,মনিরুল ইসলাম, মোঃ জালাল, সম্রাট, ইকরামুল ইসলাম,বাবু সরদার, ইসলাম,শেখ মুরাদ,মেহদি হাসান, নোমান কবির অপু,রাসেল আকন বাবু,ইয়ামিন শেখ,মাহমুদ গাজী, তরিকুল ইসলাম,আরিফুল ইসলাম, মাকসুদ হোসেন,মনিরুল ইসলাম, মোঃ জালাল, সম্রাট, ইকরামুল ইসলাম,বাবু সরদার সহ সংগঠনের অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।

Please follow and like us: