গোপালপুরে অসহায় ২’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। 71 নিউজ 24

http://www.71news24.com/2019/03/18/1128

রাসেল মাহমুদ, রূপদিয়া (যশোর) সংবাদদাতা:
সম্প্রতি করোনা ভাইরাস সক্রামন সতর্কতায় সারাদেশ অচল অবস্থা বিরাজমান। এমন পরিস্থিতিতে সব থেকে বেশী বিপাকের মধ্যে রয়েছে দিন আনা, দিন খাওয়া প্রন্তিক পর্যায়ের খেটে খাওয়া দরিদ্র শ্রেনীর মানুষরা।

ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবেলায় দেশজুড়ে অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে দুর্দিনের মধ্যে পড়েছে এলাকার অধিংশ পরিবার। যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গোপালপুর গ্রামে সর্বস্তরের স্বচ্ছল ব্যক্তিদের সমন্বয়ে গঠিত ত্রাণ কমিটির উদ্যোগে অত্র এলাকার দুই শতাধিক কর্মহীন অসহায় মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ করেন। নিম্নআয়ের ২’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হানিফা, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ফসিয়ার রহমান, ইউপি সচিব সিদ্দিক আলী, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, ওয়ার্ড লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মোড়ল, ছাত্রলীগ নেতা আল-আমিন সহ অন্যান্যরা।

Please follow and like us: