ঘুর্নিঝড় আম্পানে কেরে নিলো অসহায় সাকিবুলে’র মাথা গোজার ঠাই

http://www.71news24.com/2019/03/18/1128

নাসির উদ্দিন নয়ন : যশোর সদরের রামনগর ইউনিয়নে ৮নংওয়ার্ডের সিরাজ সিংগা গ্রামের সামছুদ্দীনের ছেলে সাকিবুল হাসানের মাথা গোজার ঠাই টুকু কেরে নিলো ঘুর্নিঝড় আম্পানে।
সিরাজ সিংগা গ্রামের সাকিবুল হাসানের এখন বউ,বাচ্চা নিয়ে দিন রাত অন্যের বাড়িতে থাকতে হচ্ছে। সারা দিন যা আয় করেন তাই দিয়ে তিনি কোনো রকম জীবন যাপন করছিলেন,
হঠাৎ ঘুর্নিঝড় আম্পানর কেরে নিলো মাথা গোজার ঠাই টুকু,তাই এখন তার সব কিছু এলো মেলো হয়ে গেছে,
সাকিবুল হাসান এখন মানসিক ভাবে ভেঙ্গে পরেছেন, তিনি বলেন একদিকে করোনা ভাইরাসের প্রার্দুর্ভাবে ছরিয়ে পরার কারনে গৃহবন্দি হয়ে আছি। দুবেলা দুমুঠো খাবার কোন মতে চলছে,
তাই ঘর মেরামত করার সামর্থ্য নেই।
পরিবারের সবাইকে নিয়ে খুব কষ্টো জীবন যাপন করছি।
সাকিবুল হাসান বলেন আমার পক্ষে ঘরটি মেরামত করাও সম্ভব হচ্ছে না।

Please follow and like us: