চৌগাছা (যশোর) থেকে: বাংলাদেশ আওয়ামীলীগের উপ কমিটির সাবেক সহ- সম্পাদক, যশোর জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য ও চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের পরিচালনা পরিষদের সভাপতি এ্যাড. আহসানুল হক আহসানের একমাত্র পুত্র রাগীব আহসান নেহাল দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশ-বিদেশে দীর্ঘদিন চিকিৎসা অব্যাহত রেখে আজ শেষ বিকালে রাজধানীর ধানমন্ডি আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অকাল মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নেহাল মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির মেধাবী ছাত্র ছিল। মরহুমের ঢাকাস্থ বাসভবন শান্তিনগর প্রথম জানাজা শেষে, আগামীকাল যোহর বাদ চৌগাছা নারায়ণপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে। মরহুমের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়,যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম,আনিছুর রহমান,সদস্য নুর উদ্দিন আল মামুন হিমেল,দেওয়ান আনিচুর রহমান,হাফিজুর রহমান,মোমিনুর রহমান,হাসেম আলী,হারুন অর রশিদ,একেএম শাহিন আল মামুন শাহিন,খালেদুর রহমান টিটো,নিতাই সরকার,নুর মোহাস্মদ,আসিফ ইকবল ভূট্ট,আসাদুল ইসলাম আসাদ,তসলিমুর রহমান,মাহাবুবুল আলম রিংকু,ফারুক হোসেন,মনিরুজ্জামান মিলন,আজাদুর রহমান আজাদ।
চৌগাছায় আ’লীগ নেতা আহসানের ছেলে নেহালের মৃত্যুতে উপজেলা যুবলীগের শোক
http://www.71news24.com/2019/03/18/1128
Please follow and like us: