চৌগাছা (যশোর) প্রতিনিধি :
যশোরের চৌগাছায় মুক্তিযোদ্ধা রবিউল ইসলামের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পাশাপোল গ্রামের নিজ বাড়িতে এই সূযসন্তানের মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮০) বছর।
রঘুনাথপুর দাখিল মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে শুক্রবার সকালে রাষ্ট্রীয় মযদায় পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
এদিকে
দাফন শেষে মরহুমের শোক সঙ্কতপ্ত পরিবারে খোজ খবর নিতে ও সমবেদনা জ্ঞাপন করতে সাবেক এমপি এ্যাড. মনিরুল ইসলাম মনির মরহুমের বাসায় যান।
এদিকে চৌগাছা উপজেলার পাশাপোল ইউপির সাবেক সফল জনপ্রিয় চেয়ারম্যান শান্তি রঞ্জন (৯৫) শুক্রবার রাতে মারা যান। তার স্বর্গীয় আত্মার শান্তি কামনা করতে মরহুম চেয়ারম্যানের পরিবার-স্বজনদের সাথে স্বাক্ষাত করেন তিনি।
একই দিন ধূলিয়ানী ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতা শাহাজাদপুর গ্রামের শাহিনুর রহমানের বাবার মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেন এ্যাড. মনিরুল ইসলাম।