একাত্তর নিউজ, ঢাকা অফিস :
জনপ্রিয় সুরকার, গীতিকার, লন্ডনের ট্যালেন্ট এন্ড ক্রিয়েটিভ প্রডাকশন হাউজের ডাইরেক্টর তিতাস কাজী’র পিতা কাজী মাসউদুল হক ১৫ ই’ মে ‘২০২১ শনিবার সকাল ৯-৩০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় মেয়ে স্মিতা কাজী টিপের বাসায় বার্ধক্যজনিত কারণে পৃথিবীর সকল মায়া ছেড়ে চলে গেছেন( ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বাংলাদেশের অন্যতম লিজেন্ড গীটার বাদ্যকর লাবু রহমান স্মিতা কাজী টিপের স্বামী। কাজী মাসউদুল হক বাংলাদেশের স্বাধীনতার সময় ১৯৭১ সালে ইউনাইটেড ব্যাংকের নড়াইলের ম্যানেজার ছিলেন। পরবর্তীতে জনতা ব্যাংকের হেডঅফিসের বিনিয়োগ বিভাগের দ্বায়ীত্বরত অবস্থায় নিজ ইচ্ছায় চাকরী ছেড়ে দেন। জনশ্রুতি আছে দেশের সেই সময়কার সবচেয়ে বড় ব্যবসায়ী গ্রুপের অনৈতিক ঋন গ্রহণ তাকে ব্যথিত করেছিল। আশির দশকে সিনিয়র সিটিজেনদের বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল,সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কিছুদিন ক্যাডার সার্ভিস ( ম্যাজিসট্রেট/বিচারক) যোগদান করেন। কর্মজীবনে প্রায় সাতাশটি চাকরী করেন।বাংলাদেশের বেসরকারী ব্যাংক -ন্যাশনাল ব্যাংক,প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক গঠনের পিছনে ভূমিকা এবং প্রথম বোর্ড সেক্রেটারী হিসেবে দ্বায়িত্ব পালন করেন। করোনা মহামারির এই দূর সময় কাজী তিতাস লন্ডন থেকে ১৬ই মে বিকালে ঢাকায় পৌঁছাতে সক্ষম হন এবং দ্বিতীয় জানাজা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে অংশ গ্রহণ করে। কাজী মাসউদুল হকের দাফন সম্পন্ন করা হয় তাঁরই ভাই চিত্রকর শিল্পী কাজী হাসান হাবিবের কবরে। উল্লেখ্য যে প্রথম জানাজা বসুন্ধরা আবাসিক এলাকায় মসজিদে অনুষ্ঠিত হয় ১৫ই মে।
গতকাল মংগলবার কাজী মাসউদুল হকের কুলখানি ঢাকায় স্মিতার বাসায় অনুষ্ঠিত হয়।
কাজী তিতাস তাঁর পিতার জন্য সকলের কাছে দোয়া ও তার পিতার আত্মার মাগফেরাত কামনা করেন।