‘আমি সমতার প্রজন্ম উপলব্ধিতে নারী অধিকার’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
রোববার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বর হতে একটি আনন্দ শোভাযাত্রার মাধ্যমে নারী দিবসের কর্মসূচি উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারি এবং জাবি স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রাশেদা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, ‘নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় জাতি এগিয়ে যাবে। সমাজের একটা অংশকে বাদ দিয়ে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। আবার আইন করেও সমতা অর্জন করা যাবে না। নীতি-নৈতিকতা ও মূল্যবোধের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমেই কেবল সমাজে সমতা অর্জন করা সম্ভব হবে।’
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য মারুফা আক্তার পপি বলেন, ‘নারী-পুরুষের সমতা এবং অধিকারের জন্য নিদির্ষ্ট কোনো একটি দিন নয়, বছরের প্রতিটি দিনই নারী-পুরুষের সমতা ও অধিকারের।’