আবুল কালাম আজাদ,ঝিকরগাছা ( যশোর) অফিস : যশোরের ঝিকরগাছা পায়রাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমান ডাবলুর নির্মাণাধীন ভবনের পাশে ইলিয়াজ হোসেন আশা (১৫) নামের যুবকের লাশ উদ্ধার। লাশ পাওয়ার ২ঘন্টার মধ্যে হত্যার সাথে জড়িত ২জনকে আটক করেছে থানা পুলিশ।
নিহতের বড় ভাই ইকলাস হোসেনের সূত্রে জানা যায়, যশোরের ডানলপ রং ফ্যাক্টরীতে কাজ করতো ইলিয়াজ হোসেন আশা। সে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ডিউটি শেষ করে বিকালে বেতন নিয়ে তার সহকর্মী স্বাধীনের সাথে ঝিকরগাছার বাড়িতে বেরাতে আসে। রাতে বাড়িতে না ফেরার পর আমরা স্বাধীনকে ফোন দিলে তখন স্বাধীন বলে আমাদের এখন থেকে আশাকে রাত ৯টার দিকে ফুসকা খাওয়ায়ে গাড়িতে তুলে দিয়েছি। পরবর্তীতে আমরা মনে করছিলাম তার বড় বোনের বাড়িতে আছে। হঠাৎ করে আজ (শুক্রবার ২০ সেপ্টেম্বর) সকালে ফেসবুকের মাধ্যমে ছবি দেখে আমি ঝিকরগাছাতে এসে দেখি আমার ছোট ভাইয়ের লাশ।
এ ঘটনায় সর্ম্পকে থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর রাজ্জাক জনান, শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে পায়রাডাঙ্গা থেকে আমার কাছে একটা ফোন আসে যে অজ্ঞাত নামের একটা লাশ পাওয়া গেছে। তাৎক্ষনিক আমি আমার জরুরী ফোর্সের দায়িত্বে এসআই সাইদুজ্জামানকে ঘটনাস্থলে পাঠানো হয়। এরপর আমি ও আমাদের স্যার যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) জুয়েল ইমরান, থানার সেকেন্ড অফিসার এস আই নজরুল ইসলাম, পিবিআই’র ইন্সপেক্টর ফশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ছিলাম। হঠাৎ নিহতের ভাইয়ের কাছ থেকে স্বাধীনের কথা জানতে পেরে পায়রাডাঙ্গা গ্রামের ফারুক হোসেনের ছেলে স্বাধীন কে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে সহযোগী একই গ্রামের আশাদুলের ছেলে মিরাজকে গ্রেফতার করা হয়েছে। নিহত হওয়ার বিষয়ে জিঞ্জাসাবাদ চলছে। লাশের ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।