ঝিকরগাছায় জাতীয় যুব দিবসে যুব র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

http://www.71news24.com/2019/03/18/1128

 

আবুল কালাম আজাদ ঝিকরগাছা (যশোর) অফিস :
‘দক্ষ যুবক গড়ছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানের মধ্যদিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদ চত্ত্বও থেকে একটি যুব র‌্যালী বাহির হয়। যুব র‌্যালী শেষে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মো: নাসির উদ্দিন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: আরব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপার ভাইজার তোফাজ্জেল হোসেন, রেজাউল ইসলাম, আক্তারুল হক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিজাম উদ্দিন, ক্যাশিয়ার শামিম রেজা, অফিস সহায়ক মসির উদ্দিন, জেডিও সংগঠনের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির, স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়েদ ইমরানুর রশিদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ প্রমুখ।

Please follow and like us: