ঝিকরগাছায় বিদেশ ফেরত প্রবাসীদের অবাধ বিচারণ 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

ঝিকরগাছা( যশোর) অফিস : যশোরের ঝিকরগাছা উপজেলায় ১২শ জন বিদেশ ফেরত ব্যক্তি রয়েছেন। তারা বিভিন্ন দেশ থেকে বাড়ি ফিরেছেন। আগামী রবিবার প্রত্যেক ইউনিয়নে কমিটি করে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখতে বাধ্য করা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। তবে বিদেশ ফেরত এ সকল মানুষের অবাধ বিচারণে সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে।

বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাজ ছড়িয়ে পড়ার পর উপজেলার বাঁকড়া এলাকায় অনেক নাগরিক ইটালী, মালেশিয়া, বাহরাইন সহ বিভিন্ন দেশ থেকে বাড়ি এসেছে। তারা সরকারী কোন আইন না মেনে অবাধে হাট-বাজারে ঘুরে বেড়াচ্ছে। এতে করে সাধারণ মানুষের মাঝে চরম আতংক দেখা দিয়েছে। পুলিশে ফোন দিয়েও কোন কাজ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
বিভিন্ন গ্রাম থেকে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি ফোন দিয়ে জানিয়েছেন, উপজেলার বাঁকড়া ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামের মৃত জামশেদ আলীর ছেলে সিংঙ্গাপুর প্রবাসী ইসমাইল হোসেন, হাশেম আলীর জামাই বাহরাইন প্রবাসী গোলাম মোস্তফা, নটাই মোড়লের ছেলে মালেশিয়া প্রবাসী কামরুল ইসলাম, নুর ইসলামের ছেলে মালেশিয়া প্রবাসী শাহাজান আলী, আব্দুস সামাদের দুই ছেলে মালেশিয়া প্রবাসী খলিলুর রহমান ও ওলিয়ার রহমান, বাঁকড়া মাঠপাড়ায় রজব আলী ছেলে ইটালী প্রবাসী ভোলা, বাঁকড়া বাজারের সাবেক চেয়ারম্যান ইবাদ আলীর ছেলে লাল্টু রহমান, সোনাকুড় গ্রামের জগনাথের ছেলে ইটালী প্রবাসী বাপ্পি। তবে বাপ্পি হোম কোয়ারেন্টাইনে আছে বলে তার পিতা জগো জানিয়েছেন।
বৃষ্টিপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মালেশিয়া প্রবাসী আল-আমিন, হাজিরবাগ গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইটালী প্রবাসী আশরাফুল ইসলাম, তবে আশরাফুর ইসলাম হোম কোয়ারেন্টাইনে আছে বলে হাজিরবাগ গ্রামের মাস্টার এনামুল কবীর জানিয়েছেন। হাজিরবাগ ইউপির মুকুন্দপুর গ্রামের রমজান আলী, আক্তারুল ইসলাম, রাশেদ খান ও বিল্লাল হোসেন মালেশিয়া থেকে দেশে এসে খোলামেলা ঘুরে বেড়াচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বাঁকড়া বাজারে ইটালী ও মালেশিয়া ফেরত প্রবাসীদের দেখে বাঁকড়া পুলিশকে ফোন করলে তারা ঝিকরগাছায় স্বাস্থ্য বিভাগে জানানোর কথা বলেছে বলে এক মুরগী ব্যবসায়ী জানান।এদিকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানিয়েছেন, আজকে শুক্রবার জেলা প্রশাসক প্রত্যেক উপজেলা চেয়ারম্যান ও তার সদস্য, স্বাস্থ্য কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও তাদের সদস্য সহ দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে জরুরী মিটিং করেছেন। প্রত্যেক উপজেলায় প্রশাসনিক কর্মকতা ও প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানদের অধিনে একটি করে কমিটি গঠন করা হবে। তাদের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। গোটা উপজেলায় মোট ১২শ জন বিদেশ থেকে বাড়িতে আসা মানুষ রয়েছে।
আগামীকাল শনিবার বেলা ১২ টার মধ্যে আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের তালিকা করবেন। এবং স্বাস্থ্য বিভাগের অফিসে জমা দেবেন। এই তালিকা পাওয়ার পর আমরা ব্যবস্থা নেব। সবাইকে বাধ্যতামুলক কোয়ারেন্টাইনে রাখা হবে। এটা আমাদের ১৫ দিনের একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমাদের সকল নাগরিককে সহযোগিতা করতে হবে। এই চ্যালেঞ্জে ও সকলের সচেতনতায় হয়ত বা দেশ অনেক বড় ঝুকির মধ্য থেকে বেরিয়ে আসতে পারে।

Please follow and like us: