ঝিকরগাছা (যশোর) অফিস: যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামস্থ সুরতজান মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী ও ৬ষ্ট শ্রেনিতে ভর্তি নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার সকালে বিদ্যালয় চত্তরে সংবর্ধণা অনুষ্ঠানপূর্ব আলোচনাসভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পানিসারা ইউপি চেয়ারম্যান প্রবিন রাজনীতিবিদ আলহাজ্ব নওশের আলী।
বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক তবিবর রহমান, শিক্ষার্থী নওশিন শায়লা অন্তি, রিয়া খাতুন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল ওহাব, মিলন হোসেন, তাজ উদ্দিন, খাইরুল ইসলাম, লাকি খাতুন, সিনিয়র শিক্ষক নুর মোহাম্মদ, মিজানুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।