ঝিকরগাছায় ১০৩ টাকার বিনিময়ে পুলিশে চাকরি পেল শাহেব আলী

http://www.71news24.com/2019/03/18/1128

 

আবুল কালাম আজাদ, ঝিকরগাছা (যশোর) অফিস : যশোরের ঝিকরগাছায় ১০৩টাকার বিনিময়ে পুলিশ কন্সটেবল পদে চাকরি পেলেন একজন নরসুন্দরের (নাপিত) ছেলে শাহেব আলী। পিতা নরসুন্দর হলে কি হবে ছেলে মেধার উপর ভিত্তি করে নিয়োগ পরীক্ষায় অংশনিয়ে তিনি মেধা তালিকায় ৫১তম স্থান অর্জন করে পুলিশের চাকরী নিশ্চিত করেছেন। এছাড়াও ঝিকরগাছা উপজেলাতে পুলিশের কন্সটেবল পদে ১৯জন চাকরীপ্রাপ্তদের মধ্যে শাহেব আলী একজন। শাহেব আলী এসএসসিতে পারবাজার মাধ্যমিক বিদ্যালয় থেকে গেল্ডেন এপ্লাস পেয়েছিলেন এবং যশোর পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সের সমাপনী পরীক্ষা দিয়েছেন। তিনি পরিবারের চারভাই বোনের মধ্যে একমাত্র ভাই। তার নরসুন্দর পিতা রবিউল ইসলাম ও মাতা গৃহিনী মমতাজ বেগম। সে ঝিকরগাছা পৌরসদরের ৮নং ওয়ার্ড পুরন্দরপুর গ্রামের বাসিন্দা। টাকাবিহিন ছেলের চাকরী পাওয়ার খবরে দারুণ উচ্ছুসিত-আনন্দিত হয়ে দরিদ্র পিতামাতা যশোরের পুলিশ সুপার মঈনুল হক বিপিএম(বার) পিপিএম ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর রাজ্জাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রবিবার বিকালে থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর রাজ্জাক, ওসি তদন্ত শেখ আবু হেনা মিলন, এসআই নজরুল ইসলাম সদ্য নিয়োগপ্রাপ্ত কন্সটেবল শাহেব আলীর বাড়িতে গিয়ে
পুলিশ সুপারের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

Please follow and like us: