যশোরের ঝিকরগাছা উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় ৪৯তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াই টার স্থানীয় বিএম হাইস্কুল মাঠের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার নাসির উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, আমি আমার সকল কার্যক্রমের পাশাপাশি খেলাধুলাও ব্যাপক সাফল্য অর্জন করেছি। শিক্ষার্থীদের লক্ষ্য করে তিনি বলেন, তোমাদের শিক্ষার মানউন্নয়নের পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করে দেশের মধ্যে উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলে থাকতে হবে। আর কোন প্রকার সহযোগিতার প্রয়োজন হলে আমি সর্বদা তোমাদের পাশে থাকবো। উপজেলা চেয়ারম্যান মো: মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) সাধন কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ আঃ রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, উপজেলা দূর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জাফিরুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগ নেতা নাঈমুর রহমান হৃদয়, কলেজ ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান, হান্নান হোসেন, আরাফাত হোসেন শান্ত, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক আলম কৌশিক, শিহাব উদ্দীন রাজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সিও ব্যানবেইস (ট্রেনার) তরিকুল ইসলাম ও ধারাভাষ্যকার ডা: আবু রায়হান রাজ।
ঝিকরগাছায় ৪৯তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
http://www.71news24.com/2019/03/18/1128
Please follow and like us: