ঝিকরগাছা উপজেলা যুব উন্নয়ন অফিসার আরব আলী পাচ্ছেন জাতীয় শুদ্ধাচার পুরষ্কার

http://www.71news24.com/2019/03/18/1128

 

আবুল কালাম আজাদ, ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় নেতৃত্বে সকল জেলার প্রধানগণের মধ্য হইতে যশোরের ঝিকরগাছা উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: আরব আলী পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততার নিদর্শন, নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ, সহকর্মীদের সঙ্গে আচরণ, সেবা গ্রহীতার সঙ্গে আচরণ, প্রতিষ্ঠানের বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীলতা, সমন্বয় ও নেতৃত্বদানের ক্ষমতা, তথ্য প্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা, পেশাগত, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক নিরাপত্তা সচেতনতা, উদ্ভাবন ও সৃজনশীলতা চর্চা, বার্ষিক কর্মসম্পাদন কর্মসূচির বাস্তবায়নে তৎপরতা, সোশাল মিডিয়া ব্যবহার, তথ্যের গোপনীয়তা রক্ষা, উপস্থাপন দক্ষতা, নিজ দায়িত্বে আধুনিকায়নে আগ্রহ সহ সংশ্লিষ্ট আইন ও বিধানবলি সম্পর্কে আগ্রহ ও পরিপালনে দক্ষতা অর্জনে ফলে জাতীয় শুদ্ধাচার পুরষ্কার পাওয়ার জন্য মনোনীত হয়েছেন। গত ২৩ জুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব আ. ন. আহম্মদ আলী ও সহকারী পরিচালক (প্রশাসন) ফারিহা নিশাত এর স্বাক্ষরিত দপ্তরাদেশের মাধ্যমে তিনি নিশ্চিত হয়েছেন। চলতি ২০১৮-১৯ অর্থবছরে শুদ্ধাচার পুরষ্কার প্রদান নীতিমালা ২০১৭ অনুসারে তাকে পুরস্কার হিসাবে একটি সার্টিফিকেট এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হবে।
পুরষ্কার পাওয়ার বিষয়ে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমার প্রাপ্তির এই পুরষ্কার শুধুমাত্র আমার প্রচেষ্টায় হয়নি। এটা আপনাদের ও উপজেলা পর্যায়ের সকল দপ্তরের একান্ত সহযোগিতার ফলে অর্জন করা সম্ভব হয়েছে।

Please follow and like us: