আবুল কালাম আজাদ ঝিকরগাছা (যশোর) অফিস : চলমান করোনা পরিস্থিতিতে যশোরের ঝিকরগাছা থানার পক্ষ হতে উপজেলা ও পৌর সদরের সামাজিক ও শারিরিক দুরত্ব বজায় রেখে রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে ২০০টি পরিবারের মাঝে নিজেস্ব তহবিলের থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যার মধ্যে আছে ১৫০টি কর্মহীন ও ৫০টি দুস্থ অসহায় পরিবার। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাউল, আলু, তেল, সাবান।
এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক, তদন্ত পরিদর্শক (তদন্ত ওসি) শেখ আবু হেনা মিলন, সেকেন্ড অফিসার এসআই(নিঃ) দেবব্রত দাস, এসআই(নিঃ) সুরঞ্জিত রায়, সিকদার রাকিব উদ্দিন, সাইদুজ্জামান, সোহেল রানা, এএসআই রুমা রায়, মাসুদ রানা, ওলিয়ার রহমান, অনিসুর রহমান আনিছ, আরশাফুল ইসলাম, শরিফুল ইসলাম, কম্পিউটার অপারেটর মোজাফ্ফর বিশ্বাস প্রমুখ।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আমি কর্মহীন ও দুস্থ অসহায় মানুষের কথা চিন্তা করে, ফেসবুকের মাধ্যমে উপজেলা ও পৌরসভা বাসীদের জন্য, কিছু করার ইচ্ছা প্রকাশ করেছিলাম। যার জন্য আমার ফেসবুকের ম্যাসেঞ্জারের মাধ্যমে উপজেলা ও পৌরসভার অনেক মানুষের মাধ্যমে খোঁজ খবর সংগ্রহ করে আমি ও আমার সঙ্গীয় ফোর্সরা রাতের আধারের কর্মহীন মানুষের বাড়িতে গিয়ে একটু সহযোগিতা করতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগছে।