ঝিকরগাছা পৌরসভার সকল ওয়ারেন্ট ভুক্ত আসামীর তালিকা উন্মুক্ত করলেন ওসি 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

 আবুল কালাম আজাদ, ঝিকরগাছা (যশোর) অফিস : যশোরের ঝিকরগাছা থানার আওতায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল ওয়ারেন্ট ভুক্ত আসামীর তালিকা উন্মুক্ত করলেন থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক।

 

 

ওয়ারেন্ট ভুক্ত তালিকা উন্মুক্তকরণের বিষয়ে তার নিকট জানতে চাইলে তিনি বলেন, আমাদের মানোনীয় এসপি মহোদয়ের নিদেশে এই কার্যক্রমের শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদ দিয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামীর তালিকা উন্মুক্তকরণ করা হয়েছে। আর আজ শুক্রবার পৌরসভা সহ সকল ইউনিয়নের ওয়ারেন্ট ভুক্ত আসামীর তালিকা উন্মুক্তকরণ করা হবে।

 

এই কার্যক্রমের মাধ্যমে আসামীরা সচেতন হয়ে কোর্টে গিয়ে জামিন নিয়ে আসবে। অথবা এলাকার সচেতন মহল অবগত হয়ে আমাদের জানালে আমরা আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করবো।

 

তার এই কার্যক্রমে অংশিদার হয়ে সাথে ছিলেন, তদন্ত অফিসার শেখ আবু হেনা মিলন, সেকেন্ড অফিফসার এসআই (নিঃ) দেবব্রত দাশ, এসআই (নিঃ) সুরঞ্জিত কুমার রায়, এসআই (নিঃ) হাফিজুর রহমান হাফিজ, এএসআই ওলিয়ার রহমান প্রমুখ।

Please follow and like us: