ঝিকরগাছা পৌরসভার ৪টি ওয়ার্ডের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

 

আবুল কালাম আজাদ, ঝিকরগাছা থেকে  : যশোরের ঝিকরগাছা পৌরসদরের ২, ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের আয়োজনে এলাকায় আইনশৃংঙ্খলা সহ সার্বিক বিষয়ের উপর নজর দিয়ে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার সময় স্থানীয় পুরাতন কলেজ মাঠের অনুষ্ঠনে ৪নং ওয়ার্ড ও পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর নিমাই চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) শেখ আবু হেনা মিলন।

এসময় উপস্থিত ছিলেন, থানার সেকেন্ড অফিসার দেবব্রত দাস, এসআই সিকদার রকিব উদ্দীন, ২নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর কফিল উদ্দীন, সাধারণ সম্পাদক অলোক কুমার দত্ত, ৩নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর সর্দার, ৪নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সহ সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ৫নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর সাইফুল আলম সুজন, সাধারণ সম্পাদক একরামুল হক খোকন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মুনিরুল আলম মিশর ও অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ।

Please follow and like us: