আবুল কালাম আজাদ, ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের আয়োজন সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সকাল সাড়ে ১০টার সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন, ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মো: নাসির উদ্দিন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আরশাফ আলী, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমানুল কাদির টুল্লু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান ঝন্টু, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার সর্দার, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন, গদখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাজান আলী মোড়ল, নির্বাসখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান, যশোর জেলা যুবলীগের সহ-সভাপতি আজহার আলী, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, সাজ্জাদ হোসেন, মোস্তাফিজুর রহমান কামাল, শামিম রেজা, জাফিরুল হক, জুলফিকার আলী ভূট্টো এছাড়াও উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছা সেবকলীগ, কৃষকলীগ,শ্রমিকলীগ,মহিলা লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা।