দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ নির্মূলে জনগণকে আরও সচেতন হতে হবে : ড. খন্দকার মহিদ উদ্দিন 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

যশোর :  বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ড. খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, নিরবচ্ছিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সমাজের নিরাপত্তা নিশ্চিত হবে না। নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সহযোগিতা প্রয়োজন। জনগণের সহযোগিতায় নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

মঙ্গলবার বিকালে যশোর শহরের টাউন হল ময়দানে কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যশোর জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক শেখ আলী আকবরের সভাপতিত্বে ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন আরও বলেন, দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ নির্মূলে জনগণকে আরও সচেতন হতে হবে। মাদক, জঙ্গি ও দুর্নীতি ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন। এই ব্যাপারে কোনো আপোষ নেই।

মহাসমাবেশে বিশেষ অতিথি ছিলেন যশোর জিলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ, পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন। সঞ্চালনা করেন শ্রাবণী সুর ও আহসান হাবীব পারভেজ।

এদিকে বিকেলে কোতয়ালি থানা চত্বরে বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন খুলনা বিভাগের ডিআইজি মহিদ উদ্দিন খন্দকার। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে শেষ হয়।

দুপুর থেকেই যশোরের আট উপজেলার বিভিন্ন ইউনিটের কমিউনিটি পুলিশিং ফোরামের নেতাকর্মীরা মিছিল নিয়ে হাজির হয়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।

Please follow and like us: