দোকান বন্ধ করতে বলায় মনিরামপুরে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা,আহত ২-71News24

http://www.71news24.com/2019/03/18/1128

মণিরামপুরে করোনাকালে খুলে রাখা দোকানপাট বন্ধ করতে নির্দেশ দেয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর উচ্ছৃংখল জনতার হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ম্যাজিস্ট্রেটের সাথে থাকা দুই আনসার-ভিডিপি সদস্য মারপিটের শিকার হয়ে আহত হয়েছেন। এরা হলেন মনিরামপুর গ্রামের আবু তালেবের ছেলে আবু হুরাইরা সাগর (২৮) ও তাহেরপুর গ্রামের আব্দুস সাত্তার বিশ্বাসের ছেলে বিল্লাল হোসেন (৩০)। এসময় তার ব্যবহৃত গাড়ীতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

 

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের জালঝাাড়া মাদ্রাসা মোড়ে এ হামলার মুখে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার। এসময় ম্যাজিস্ট্রেটের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে জনতা।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী ও ওসি রফিকুল ইসলাম। তারা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীসহ ঘটনার সাথে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে যান।

 

হামলার শিকার বিল্লাল হোসেন জানান, প্রতিদিনের মত করোনা রোধে স্যারের (নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার) নেতৃত্বে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে টহলে যান তারা। এদিন সন্ধ্যার পর উপজেলার জালঝাড়া মাদ্রাসা মোড়ে খোলা দোকান বন্ধ করতে বলায় কিছু লোক তাদের উপর চড়াও হয়। মুহুর্তের মধ্যে কয়েকশ’ উচ্ছৃংখল জনতা হই-হুল্লোল করে স্যারের গাড়ির দিকে এগিয়ে আসতে দেখে দৌড়ে সে গাড়ীতে উঠার চেষ্টা করেন। সাগর কোন রকম উঠতে পারলেও তিনি উঠতে পারেননি। সাগর উচ্ছৃংখল জনতার ছোঁড়া ইটের আঘাত পান। ইটের কয়েকটি টুকরো স্যারের গাড়িতেও লাগে। তিনি দৌড়ে গ্রামের ভিতর গিয়ে বাঁশ ঝাড়ের মধ্যে শুইয়ে পড়েন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

 

ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হলে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

ইউএনও আহসান উল্লাহ শরিফী জানান, ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us: