মোঃ মেহেদী হাসান ,মণিরামপুর : সরকারের বেধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে মণিরামপুরে আমনের ধান ও চাল সংগ্রহ সম্পন্ন করেছে গুদাম কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার (৫ মার্চ) এই সংগ্রহ কাজ সম্পন্ন হয়। এবছর অমন চাষির তালিকা প্রস্তুত করে দুই দফা লটারির মাধ্যমে তিন হাজার ১৫০ জন কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে দুই হাজার ৫৩১ মেট্রিকটন ধান ও ৩৬ টাকা কেজি দরে ৪৫ জন মিল মালিকের কাছ থেকে ৬৭১ মেট্রিকটন চাল সংগ্রহ করা হয়েছে।
মণিরামপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন। মনিরুজ্জামান মুন্না বলেন, এই বছরই প্রথম কৃষকদের তালিকা প্রস্তুত করে সরাসরি দুই দফা লটারির মাধ্যমে আমন চাষিদের কাছ থেকে ধান সংগ্রহ করা হয়েছে।
গত ১২ ডিসেম্বর ধান সংগ্রহ কাজ শুরু হয়ে শেষ হয় ২৮ ফেব্রুয়ারি। আর ৫ মার্চ শেষ হয়েছে চাল সংগ্রহের কাজ। এবার ন্যায়্যমূলে সরাসরি গুদামে এসে সরকারের কাছে ধান বিক্রি করতে পেরে কৃষকরা খুশি। ধান ক্রয় প্রক্রিয়া আরও স্বচ্ছ করার জন্য বোরো মৌসুমে ‘এ্যাপস’ এর মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।
এভাবে ধান ক্রয়ের কাজ চলতে থাকলে প্রকৃতভাবে কৃষকরা উপকৃত হবে বলে আশা করি।