নূরানী তালিমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

http://www.71news24.com/2019/03/18/1128
নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ এর কেন্দ্রীয় সমাপনী পরীক্ষার ফলফল প্রকাশিত হয়েছে। শনিবান (২৮ ডিসেম্বর) রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। চলতি শিক্ষাবর্ষে বোর্ডের কেন্দ্্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী ২০ হাজার ৮ শত ২৮ জন। সারাদেশে মোট ১২২০টি কেন্দ্র এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পাশের হার ৮৮.৭১। (এ+) ২৪৮৫জন, (এ) ১০৭৬৭ জন, (এ-) ২০১২ জন, (বি) ১৫১৮ জন, (সি) ১৫০০ জন, (ডি) ১৯৬, অনুপস্থিত/অনুত্তীষর্ণ ২৩৫০ জন।
সারা দেশের মেধা তালিকায় উর্ত্তীণ হয়েছেন- ১. মো: রবিউল ইসলাম (প্রাপ্ত নাম্বার ৬৯১), জামিয়া কাসেমিয়া দারুল উলুম ও এতিমখানা সারদাগঞ্জ, ঢাকা। ২. আসাদুল্লাহ (প্রাপ্ত নাম্বার ৬৮৯), জামিয়া কাসেমিয়া দারুল উলুম ও এতিমখানা সারদাগঞ্জ, ঢাকা। ২খ. মো: হালিম ফকির (প্রাপ্ত নাম্বার ৬৮৯), দড়িতালুক দারুল উলুম নূরানী ও হাফিজী মাদরাসা, পটুয়াখালী। ৩. মো: তরিকুল ইসলাম (প্রাপ্ত নাম্বার ৬৮৮), আহমাদিয়া এতিমখানা মহিষতারা, টাংগাইল। ৩খ. তানজিমুল আহাদ (প্রাপ্ত নাম্বার ৬৮৮), জামেয়া কুরআনিয়া নারান্দিয়া মাদরাসা, কুমিল্লা।
নূরানী তা’লিমুল কুরআন বোর্ড-এর পরিচালক মাওলানা ইসমাঈল বেলায়েত  হুসাইন সভাপতিত্বে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) সহ সভাপতি- মাওলানা নূর হোসেন কাসেমী। তিনি বলেন, শিশুশিক্ষা বিস্তারে শাইখুল কুরআন কারী বেলায়েত রহ.-এর অসমান্য অবদান রয়েছে। তার অসামাপ্ত কাজকে কঠোর সাধনা ও দরদের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়ার সদস্য মুফতি ফয়জুল্লাহ বলেন, নূরানী শিক্ষার এ কাজ আমাদের আকবাবির-আসলাফের আমানত। ইখলাস- লিল্লাহিয়াতের সঙ্গে আমাদের এ কাজ করতে হবে।
শুভেচ্ছা বক্তব্যে মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন বলেন, নূরানী শিক্ষার এ অগ্রযাত্রার মূল চালিকা শক্তি প্রশিক্ষকগণ। ছাত্র-শিক্ষক,  প্রশিক্ষকদের চোখের পানি ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই নূরানীর এ শিক্ষা পরিবার এগিয়ে যাবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আলেম মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব, নূরানী তালিমুল কুরআন বোর্ডের যুগ্ম-মহাসচিব নুর আহমদ আল ফারুক, পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির  চেয়ারম্যান মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।
Please follow and like us: