যশোর: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ভৈরব নদ খনন সরকারের একটি বড় প্রকল্প। এই প্রকল্পের ৯২ কিলোমিটার খননের জন্য ২৭২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতোমধ্যে ৫৮ কিলোমিটার খনন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি কাজ করা হবে।
তিনি আজ বৃহস্পতিবার যশোরের ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন কালে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের উন্নয়নের যে রোল মডেল হাতে নিয়েছে তা বাস্তবায়িত হলে এই অঞ্চলের মানুষ সুফল ভোগ করতে পারবে। নদের পুরোপুরি খনন হলে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে।
পরিদর্শন কালে মন্ত্রীর সাথে ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যসহ পানি সম্পদ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা। পরে মন্ত্রী যশোরের ভবদহ এলাকা পরিদর্শনে যান।
Please follow and like us: