পোল্ট্রি খামারীদের উদ্বুদ্ধকরণে রোড শো ও সেমিনার

http://www.71news24.com/2019/03/18/1128

যশোর : যশোরে পোল্ট্রি খামারীদের উদ্বুদ্ধকরণে এক রোড শো ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের যৌথ উদ্যোগে সোমবার জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে এ রোড শো বের হয়। শহর প্রদক্ষিণ শেষে দপ্তরের মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তপনেশ্বর রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সহকারী পরিচালক ডা. সুখেন্দু শেখর গায়েন, আঞ্চলিক প্রাণী রোগ অনুসন্ধান কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. শশাঙ্ক কুমার মন্ডল, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. সারোয়ার হাসান।

Please follow and like us: