ফোরকান হাবীব : প্রতিবেশীর ইটের আঘাতে গুরুত্বর আহত শেফালি বেগম(৫৫) নামের এক বৃদ্ধা নারী যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শ্যামনগরের মো: মনছের বিশ্বাসের স্ত্রী।
আহত শেফালি বেগম জানান, বুধবার দুপুরে একই এলাকার মকলেস, ইকলাস,লিটন ও লিটনের স্ত্রী রতনা বেগম আমাকে ইট ও লাঠি দিয়ে আঘাত করলে আমি অজ্ঞান হয়ে মাটিতে পরে যাই ।
আহতের স্বজনেরা জানান, মাটি কাটা নিয়ে তারা আমাদের উপরে এ হামলা চালিয়েছে । তারা আরো জানান, সন্ত্রাসীরা শুধু মারধর করেই ক্ষান্ত হয়নি মাথায় আঘাত প্রাপ্ত হয়ে শেফালি বেগম যখন অজ্ঞান হয়।
তখন আমরা তাকে হসপিটালে নিয়ে আসি । সে সুযোগে তারা আমাদের ঘরে ঢুকে নগদ টাকাসহ দামি মালপত্র নিয়ে যায় ।
এ বিষয় মামলার প্রস্তুতি চলছে বলে তারা জানান। রোগির বিষয় হাসপাতালের সার্জারি বিভাগের ডা: তানজিলা তাবাচ্ছুম বলেন মাথায় খুব জোরে আঘাত লাগার কারনে রোগির বমি হয়েছে তাই পরিক্ষা নিরিক্ষা করলে আঘাত সম্পর্কে বোঝা যাবে।