একাত্তর নিউজ, যশোর অফিস:
প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন আজ সোমবার। করোনা মহামারির কারণে কয়েক দফা তারিখ পিছিয়ে সোমবার নির্ধারণ করে নির্বাহী কমিটি। সেই মোতাবেক নির্বাচন পরিচালনা কমিটি তফসিল ঘোষণা করে। এবারের নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে ২৬ জন প্রার্থী লড়ছেন। সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ও মতিনুজ্জামান মিটু, সহসভাপতির দুইটি পদে নূর ইসলাম, ওহাবুজ্জামান ঝন্টু, আনোয়ারুল কবির নান্টু ও মহিদুল ইসলাম মন্টু, সম্পাদক পদে আহসান কবীর, এসএম তৌহিদুর রহমান ও জুয়েল মৃধা, যুগ্ম সম্পাদকের দুইটি পদে সরোয়ার হোসেন, হাবিবুর রহমান মিলন ও মোকাদেচ্ছুর রহমান রকি, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন ও হাবিবুর রহমান রিপন, দপ্তর সম্পাদক পদে তৌহিদ জামান ও আব্দুল কাদের এবং সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে তহীদ মনি ও মনিরুজ্জামান মুনির প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া, কার্যনির্বাহী সদস্যের ছয়টি পদে লড়ছেন আটজন। তারা হচ্ছেন, আব্দুল ওয়াহাব মুকুল, কাজী আশরাফুল আজাদ, জাহিদুল কবীর মিল্টন, মুর্শিদুল আজিম হিরু, শিকদার খালিদ, শহিদ জয়, ফিরোজ গাজী ও সাজেদ রহমান। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। বিরতিহীনভাবে চলবে তিনটা পর্যন্ত। নির্বাচনে ৯৮ জন ভোটারকে ভোট দেয়ার কথা রয়েছে।