প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি হাবিবুল্লাহ হাবিব আর নেই-71News24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ যশোর অফিসঃ

প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি এসএম হাবিবুল্লাহ হাবিব (৬০) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার বেলা পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। সাংবাদিক হাবিবের স্ত্রী পলিনা পারভীন পলি জানান, শনিবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এসময় পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক সামস জানান, হাসপাতালে আনার আগেই সাংবাদিক হাবিবের মৃত্যু হয়েছে। দুপুরে তার মরদেহ প্রেসক্লাব যশোরে আনা হয়।

এসময় প্রেসক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর, লোকসমাজ পরিবার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। তার পর বিকেলে তার জন্মভূমি খুলনার মৌলভী পাড়া নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। সাংবাদিক হাবিব মৃত্যুকালে হোসনে আরা পারভীন ও আতিকুর রহমান হাসিব নামের দুই সন্তান রেখে গেছেন। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক পূরবীর মাধ্যমে সংবাদপত্র জগতে প্রবেশ করেন। দৈনিক কল্যাণসহ যশোর, খুলনা ও ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। তিনি যশোর সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব যশোরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে। এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সহ সভাপতি প্রণব দাস, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল, কোষাধ্যক্ষ মারুফ কবীর, জেইউজে নির্বাহী সদস্য শফিক সায়ীদ ও জিয়াউল হক গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, সদস্য নূর ইমাম বাবুল ও গোপীনাথ দাস।

এদিকে সাংবাদিক হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, জেডিইউজে’র নেতৃবৃন্দ। প্রদত্ত এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম মরহুমের বিদেহী আত্মার মাগ্ফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অপর এক বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজে’র সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু সাংবাদিক হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

 

এছাড়া শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা এ কে এম গোলাম সরওয়ার। একইভাবে দৈনিক নওয়াপাড়ার প্রকাশক সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি আসলাম হোসেনসহ দৈনিক নওয়াপাড়া পরিবার এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং একাত্তর নিউজ টুয়েন্টি ২৪ ডট কম এর পরিবার শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please follow and like us: