ফোরকান হাবীব : বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে মাসব্যাপী আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় যশোর শহরের গাড়িখানা পুলিশ মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার।
এসময় উপস্থিত ছিলেন গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) শাখাওয়াত হোসেন, শুভেন্দু কুমার মুন্সী, প্রশান্ত কুমার ঘোষ, আয়োজক কমিটির কর্মকর্তা সাজ্জাদ হোসেন বাবু, শিমুল ভূইয়া, জসিম উদ্দিন, সেলিম আহম্মেদ প্রমুখ।
এদিকে মেলাকে কেন্দ্র করে তাঁত, বস্ত্র. হস্তশিল্প, প্রসাধনী, কসমেটিক্স, খেলনা, চটপটি, জুতা-স্যান্ডেল, রুটি মেকার, ক্রোকারিজসহ হরেক রকমের পসরা সাজিয়েছে দোকানীরা। মেলায় বিনোদনের জন্য নাগরদোলা, শিশুদের ট্রেন, দোদুল্যমান নৌকা বসানো হয়েছে।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) যশোরের সার্বিক সহযোগিতায় মেলা প্রাঙ্গণ সিসি ক্যামেরার আওতাভূক্ত করা হয়েছে।