বসুন্দিয়ায় জঙ্গলবাধাল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেখ গফফার রহমান,স্টাফ রিপোর্টার, যশোর :
যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় জঙ্গলবাধাল মডেল স্কুলের দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনি অনুষ্ঠান সমাপনি দিন আজ ২৭শে ফেব্রুয়ারি বৃহষ্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার অন্যতম এই বিদ্যাপীঠে প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের মেধা মনন বিকাশে জাকজমক ভাবে অনুষ্ঠিত হলো দুইদিন ব্যাপি এই অনুষ্ঠান।
২য় দিনের প্রথম অধিবেশনে অতিথিবৃন্দের উপস্থিতিতে ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। সিনিয়র শিক্ষিকা রোজি আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ অভিভাবক ও উপস্থিত সাধারনের উদ্দেশ্যে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম খান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এ্যাড: নুরুজ্জামান খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বসুন্দিয়া ইউনিয়ন।বিশেষ অতিথি হিসেবে ছিলেন শফিয়ার রহমান প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর সদর উপজেলা। এস. এম. সিরাজুল ইসলাম মান্নু, প্রাক্তন চেয়ারম্যান ১ নং প্রেমবাগ ইউনিয়ন অভয়নগর যশোর। মোঃ রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক বসুন্দিয়া জাতীয়তাবাদী দল। রিয়াদুল ইসলাম মিল্টন সভাপতি ৭ং ওয়ার্ড জাতীয়তাবাদী দল। এস এম ফজলুল হক ইনচার্জ বসুন্দিয়া পুলিশ ক্যাম্প। অধ্যাপক শরিফুল ইসলাম সাবেক অধ্যাপক নওয়াপাড়া বয়েজ কলেজ ও অন্যান্য নেতৃবৃন্দ।