বসুন্দিয়ার মানব পাচারকারী হাফিজুরের খপ্পরে পড়ে অনেকে সর্বশান্ত, এক জনের মৃত্যু

http://www.71news24.com/2019/03/18/1128

বসুন্দিয়ার মানব পাচারকারী হাফিজুরের খপ্পরে পড়ে অনেকে সর্বশান্ত, এক জনের মৃত্যু

শেখ গফফার রহমান,স্টাফ রিপোর্টার :
যশোর-সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ের গাইদগাছী গ্রামের অন্তত ১০-১২ জন যুবক পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য শেষ সম্বল টুকুও বিক্রি ও ধার দেনা করে বিদেশ নামক সোনার হরিণ ধরতে মানব পাচারকারী দালাল গাইদগাছী গ্রামের হাফিজুরের নিকট দিয়ে এখন সর্বশান্ত।

বিদেশ নামের সোনার হরিণ ধরতে গিয়ে প্রাণও হারিয়েছেন মোঃ ওলিয়ার মোড়ল নামে একজন। অন্যরা নিঃস্ব হয়ে পরিবার নিয়ে ভাসছে অথৈ সাগরে।

সম্প্রতি মালয়েশিয়ার প্রাণ হারানো গাইদগাছী গ্রামের মৃত্যু আহমেদ মোড়লের ছেলে ওলিয়ার মোড়লের বিষয়ে এলাকার মানুষেরা গাইদগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বৈঠক বসালে সেখানে ভুক্তভোগী অন্যরা উপস্থিত হয়ে দালাল গাইদগাছী গ্রামের মৃত্যু ওজিবুল্লাহর ছেলে হাফিজুর রহমান হাবিবের কারনে তাদের করুন পরিনিতির কথা জানান।

ভুক্তভোগীরা, হলেন যথাক্রমে, মোঃ জাহাঙ্গীর পিতাঃ মীর আবুল হোসেন মন্টু, নূর মোহাম্মাদ ব্যাপারী, পিতাঃ মুজিবর ব্যাপারী, ইব্রাহিম হোসেন, পিতাঃ মুজিবর ব্যাপারী, কাজী বজলুল হক, পিতাঃ মৃত্যু কাজী আব্দুল হাকিম (মতি কাজী), কাজী তৌফিক এলাহি সনি, পিতাঃ কাজী আব্দুল আজিজ, আব্দুর রহমান, পিতাঃ মৃত্যু জয়নাল মোড়ল সহ অনেকে।

হাফিজুর মোটা অংকের টাকার বিনিময়ে বিভিন্ন দেশের কাজের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষদের বিদেশে নিয়ে যাওয়ার নাম করে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।

সম্প্রতি মালয়েশিয়া যেয়ে মৃত্যু ওলিয়ার মোড়লের বিষয়ে জানা যায় সে দালাল হাফিজুর তাকে কানাডায় নিয়ে যাবার প্রলোভন দেয় এবং বলে এলাকার আরো মানুষ তার সাথে যাবে তারাও টাকা দিয়েছে। তার প্রলোভনে প্রভাবিত হয়ে ওলিয়ার তাকে বিভিন্ন এনজিও এবং এলাকার মানুষের নিকট থেকে সুদে টাকা এনে তার তার হাতে তুলে দেয়।

দালাল হাফিজুর, ওলিয়ারও অন্যদের কানাডায় না পাঠিয়ে তাদের দেওয়া টাকা নিয়ে এলাকার থেকে আত্মগোপনে চলে যায়। এনজিওর কিস্তি ও এলাকার সুদে টাকার চাপ সইতে না পেরে ওলিয়ার অল্প টাকার বিনিময়ে মালয়েশিয়া যেয়ে কাজ শুরু করে, কিন্তু দেশের দেনার চাপ তার পিছু ছাড়েনা। এদিকে তার ভিসার মেয়াদও শেষ হওয়ার পথে এ চাপ সইতে না পেরে গত ৩০ মার্চ ২০২৫ ইং তারিখে হার্ট অ্যাটাক করে এবং তার মৃত্যু হয়।

এব্যপারে প্রসাশনের সদয় দৃষ্টি কামনা করেছেন অত্র এলাকার সচেতনমহল।

Please follow and like us: