একাত্তর নিউজ, বসুন্দিয়া প্রতিনিধি : যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের সামাজিক সংগঠন আলোকিত জয়ান্তা প্রতি বছরের ন্যায় শীত সহযোগিতা হিসেবে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। যশোর সদরের ১৫ নং বসুন্দিয়া ইউনিয়নের জয়ান্তা গ্রামের ব্যাতিক্রমী সংগঠন আলোকিত জয়ান্তা ২৫ শে ডিসেম্বর শুক্রবার জয়ান্তা এবং পার্শ্ববর্তী গ্রাম খোলাডাংগায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। গ্রামের চারপাড়া এবং খোলাডাংগার প্রতিনিধিদের হাতে কম্বল হস্তান্তর করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে বিশিষ্ট সমাজ সেবক,অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জনাব এম এ করিম,বিশেষ অতিথি জনাব মাকিবুর রহমান, ইউপি সদস্য, আলোকিত জয়ান্তার সভাপতি প্রভাষক মোঃ নাজিম উদ্দিন, কোষাধ্যক্ষ মিকাইল হোসেন সহ আরো অনেকে।
কম্বল বিতরণ শেষে শুরু হয় আলোকিত জয়ান্তার আয়োজনে তরুণদের জন্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এতে ১৬ টি দল অংশ গ্রহণ করে।
শিক্ষাবান্ধব সংগঠন আলোকিত জয়ান্তার ধারাবাহিক কাজের ভুয়সী প্রশংসা করে কম্বল বিতরণ এবং ব্যাডমিন্টন খেলার শুভ সুচনা ঘোষণা করেন প্রধান অতিথি জনাব এম এ করিম।