বাংলাদেশে এই প্রথম একজন সাংসদ করোনায় আক্রান্ত -71News24

http://www.71news24.com/2019/03/18/1128

নিজস্ব প্রতিবেদক, একাত্তর নিউজ ২৪:

বাংলাদেশে এই প্রথম একজন সংসদ সদস্য নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত শহীদুজ্জামান সরকার নওগাঁ-২ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য।

 

সংসদে সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক শুক্রবার রাতে কয়েকজন সা ং বাদিকদের বলেন, “আজ শহীদুজ্জামান সরকারের রিপোর্ট পজিটিভ এসেছে।”

 

৬৫ বছর বয়সী শহীদুজ্জামান সরকার বর্তমানে সংসদ সদস্য ৪ নং ভবনের (ন্যাম ফ্ল্যাট) বরাদ্দ পাওয়া ফ্লাটে আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য।

 

সাবেক হুইপ শহীদুজ্জামান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

 

নাম প্রকাশ না করার শর্তে এক সংসদ সদস্য বলেন, “শহীদুজ্জামান সরকারের জ্বর হওয়ায় তিনি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন। রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসকের পরামর্শে তিনি নিজ ফ্ল্যাটেই আইসোলেশনে আছেন।

শহীদুজ্জামান সরকার ডায়াবেটিসে আক্রান্ত।

করোনা বিজ্ঞাপন

তবে এই মুহূর্তে তার কাশি বা অন্য কোনো উপসর্গ নেই বলেও জানিয়েছেন তার সহকর্মী ওই সংসদ সদস্য।

 

কীভাবে শহীদুজ্জামান সরকারের দেহে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ঘটল, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

Please follow and like us: