বাঘারপাড়া জামদিয়ার আলাদীপুর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মিজান, সম্পাদক আলমগীর-71News24

http://www.71news24.com/2019/03/18/1128

শাহরিন সুলতানা, অভয়নগর প্রতিনিধি:  বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের আালাদীপুর বাজারে আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার এই প্রথমবার বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

দোকান মালিক ও ব্যাবসায়ীদের সমন্বিত অংশগ্রহনে গতকাল ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত নিবিঢ় নিরাপত্তায় ভোট গ্রহনের মাধ্যমে বাজার কমিটির ৩বছর মেয়াদী নির্বাচন মহসিন মাষ্টারের চাতালে অনুষ্ঠিত হয়। সভাপতি পদে দুই জন সাধারণ সম্পাদক পদে ৩জন এবং বিনা প্রতিদ্বন্দ্¦িতায় ১জন প্রার্থী ভোট লড়াইয়ে অংশগ্রহন করে। বাজারের মোট ১৯৭ জন ভোটারের শতভাগ ভোট প্রদান করে। ৯৮ ভোট পেয়ে জয়লাভ করেন বি এম মিজানুর রহমান মিজান। নিকটতম প্রতিদ্ব›িদ্ব মোঃ জাহাতাপ পেয়েছেন ৯৬ ভোট এবং ৩টি ভোট বাতিল গণ্য হয়। সাধারন সম্পাদক পদে মোঃ আলমগীর হোসেন সরদার ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিযোগী মোঃ ইকরামুল ইসলাম সরদার পেয়েছেন ৭২ ভোট এবং বাতিল হয়েছে ৫ ভোট। কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী হয়েছেন মোঃ বাবুল আক্তার (বাবুল)। ভোট কেন্দ্র পরিদর্শন করেন বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ৯নং জামদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নাজমুল ইসলাম কাজল,  বাংলাদেশের ওর্য়াকার্স পার্টির যশোর জেলা মহিলা সদস্য ও বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কমরেড বিথিকা বিশ্বাস, বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি, ইকবল কবির। জেলা সদস্য কমরেড বিপুল বিশ্বাস। নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালনে ছিলেন ৯নং জামদিয়া ইউনিয়নের ৯নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ সাহেব আলী মোল্যা। পলিং অফিসারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ওর্য়াার্কাস পার্টির জেলা সদস্য কমরেড মোঃ মুস্তাফিজুর রহমান লাল মিয়া,সাবেক ইউপি সদস্য মাওলানা মোঃ রবিউল ইসলাম, প্রফেসার পংকজ কান্তি ভট্টো। নির্বাচন পরিচালনা করেন সাতজনের উপদেষ্ঠা মন্ডলী।  ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ভিটাবল্যা পুলিশ ক্যাম্পের সদস্যবৃন্দ।

Please follow and like us: