বিএসপির ১৯৯তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

 স্টাফ রিপোর্টার : বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ১৯৯তম মাসিক সাহিত্য সভা শুক্রবার সকালে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কলামিষ্ট আমিরুল ইসলাম রন্টু, বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি গাজী শহিদুল ইসলাম।

 

পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মো¯Íফা মুন্না‘র পরিচালনায় অনুষ্ঠানে কবিতা পাঠ, আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠাতা সভাপতি পদ্মনাভ অধিকারী, কাজী রকিবুল ইসলাম, নূরজাহান আরা নীতি, আবুল হাসান তুহিন, আহম্মেদ মাহাবুব ফারুক, অ্যাডভোকেট মাহমুদা খানম, সাধন কুমার অধিকারী, মো. শরীফ উদ্দিন, কমলেশ চক্রবর্তী, আরশি গাইন, লায়লা বেগম, সাধন কুমার দাস, মহব্বত আলী মন্টু, সুমন বিশ^াস, রেজাউল করিম রোমেল, সন্তোষ দেবনাথ, মাসুম বিলøাহ, অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, রাজপথিক,নজরুল ইসলাম, চয়নবাবু কর, মো¯Íানূর রহমান সাÿর প্রমুখ। আগামী ৬ মার্চ শুক্রবার বিদ্রোহী সাহিত্য পরিষদের ২০০তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হবে সভায় জানানো হয়।

Please follow and like us: