বিদ্যুৎ বিল কবে দিয়েছি পড়ে নাতো মনে
_———————-মোঃ তারিক মাহবুব
বিদ্যুৎ বিল কবে দিয়েছি
পড়ে নাতো মনে,
১০/১২ বিল পাওয়া গেল
খুজে ঘরের কোনে।
আজ দিবো কাল দিবো
কাটায় শুধু কাল,
বিদ্যুত বিল আদায় করতে
কর্মী নাজেহাল।
বিদ্যুৎটা আমার নয়
বানায় আমার দাদা,
সেই কারোনে বিল দিতে
সদায় মনে বাধা।
বাজার ঘাট সবই চলে
ঘুমে কাটায় রাত,
বিদ্যুৎ বিল চাইতে গেলে
নানা অজুহাত।
কয়েকটা বিল থাকলে বাকি
কিবা আসে যায়,
কয়েকদিন পর দিব বিল
যখন মনে চায়।
সবার কাছে নয়তো এটা
আছে কিছু লোক,
সব কাজে সবই চলে
বিল পরিশোধে শোক।
বিদ্যুৎ লাইন কাটতে গেলে
বকেয়া ধারী বলে,
লাইন কাটলে ইজ্জত আমার
যাবে রসাতলে।
লাইন কাটলে দ্বন্দ হচ্ছে
তারাই যেন রাজা,
শিক্ষা দিতে আসছে পুলিশ
দিতে তাদের সাজা।
বিদ্যুৎ বিল আছে বাকি
প্রধানমন্ত্রী শুনে,
লাইন কাটার নির্দেশ দিলেন
২২ সালের জুনে।
সাবধান হও বকেয়াধারি
বলছি এবার সুরে,
থাকলে বাকি কাটবে লাইন
সময় আসছে ঘুরে।
খারাপ আচরন করলে পরে
না থাকিলে জানা,
শাস্তি স্বরুপ হতে পারে
জেল জরিমানা!!!