একাত্তর ডেস্ক : আজ শনিবার যশোর ঝুমঝুমপুর শিল্প এলাকায় বিসিক কর্মাশিয়াল প্লট মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, বিসিক, যশোরের জরিপ ও তথ্য কর্মকর্তা মোঃ খালেকউল বাশার এবং এসিসি মোঃ আব্দুল কুদ্দুস এই নির্বাচন পরিচালনা করেন। তাদেরকে সহযোগিতা করেন অফিস সহায়ক মোঃ মিজানুর রহমান।
সকাল ১১টায় ভোট গ্রহণ শুরু হয় এবং বিরতিহীনভাবে চলে দুপুর ১টা পর্যন্ত। সাতটি পদের মধ্যে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে ডাঃ মোঃ জয়নাল আবেদীন ৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দি মোঃ ওহিদুজামান টুটুল পেয়েছেন ৫ ভোট।
এছাড়া সাধারণ সম্পাদক পদে সাংবাদিক শেখ দিনু আহমেদ সর্বোচ্চ ১২ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দি মোঃ শাহিদুজ্জামান হিমু পেয়েছেন ২ভোট। বাকি পাঁচটি পদ সাধারণ সভা ডেকে পূরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, বিগত নির্বাচনেও শেখ দিনু আহমেদ সর্বোচ্চ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। মোট ১৬জন কর্মাশিয়াল প্লট মালিকের মধ্যে ১৫জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১টি ব্যালট বাতিল করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি