শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থল পথে ভারত ভ্রমনে সোনালী ব্যাংক বুথে ভ্রমন ট্যাক্সের রশিদ না থাকায় গতকাল থেকে চরম ভোগান্তিতে পড়েছে পাসপোর্টধারী যাত্রীরা।
অনলাইনে ভ্রমনকর পরিশোধ করতে বাড়তি ৫০ টাকা দিয়েও ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে হচ্ছে। ভোগান্তির সুযোগ নিয়ে বেড়েছে দালাল চক্রের হয়রানি। কবে নাগাত এ সংকট নিরোসন হবে তা সংশিষ্ট কর্তৃপক্ষও বলতে পারছেন না।
বেনাপোল শাখার সোনালী ব্যাংকের ম্যানেজার রাকিবুল হাসান যাত্রী ভোগান্তির কথা শিকার করে বলছেন, ভ্রমনকরের রশিদ সংকটের কথা তারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
জানা যায়, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ব্যবসা,চিকিৎসা ও ভ্রমনের কাজে প্রায় ৮ থেকে ১০ হাজার যাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করে থাকে। এর আগে বেনাপোল চেকপোষ্ট সোনালী ব্যাংক থেকে যাত্রীরা ভ্রমন করের রশিদ কাটতেন। এতে ৪ থেকে সর্বচ্ছ ৫ মিনিট লাইনে অপেক্ষা করতে হতো। এখন এ সময় বেড়ে দাড়িয়েছে ২ থেকে ৩ ঘন্টা।