বেনাপোলে পুলিশের অভিযানে মটরসাইকেল থেকে ১১ বোতল ফেনসিডিলসহ আটক ২ 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

 শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল: যশোরের বেনাপোল পোর্ট থানার কিশনোপুর গ্রাম থেকে,অভিনব কাইদায় একটি পালছার মটর সাইকেলর ছিটের নিচে থাকা ১১ বতল ফেনসিডিল সহ দুই জনকে আটক করেছে, বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বৃহস্পতিবার(২ এপ্রিল) দুপুর ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম বিল্লাহ ও এএসআই শাহিন ফরহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা কৃষ্ণপুর গ্রামে অভিযান চালালে,মান্নানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে একটি পালসার মটর সাইকেলের ছিটের নিচে ১১ বোতল ফেনসিডিলসহ তাদের দুই জনকে আটক কর।

 

আটক কৃত্যরা হলো,যশোর চুড়ামন কাঠির ঝাওদিয়া গ্রামের মৃত শহীদের ছেলে ইউসুফ আলী(২২)বাদিয়াটোলা গ্রামের বাবলুর রহমানের ছেলে সাইদুর রহমান সাওয়ন(২৩)। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান গ্রেফতার আসামিসহ মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ।

Please follow and like us: